কুরবান হত্যা মামলার প্রধান আসামি সহযোগিসহ গ্রেফতার

১৭ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডে চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল হত্যা মামলার প্রধান আসামী আবু জাফর (৩৪)কে তার অন্যতম সহযোগি সাহাব উদ্দিনসহ (৩৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা খেজুর তলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ১৮ মে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুর পেশকারপাড়া এলাকায় কুরবান আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সীতাকুন্ড থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কুরবান আলী সোহেল ছাত্রদলের সঙ্গে ছড়িত ছিলেন।

প্রসঙ্গত, আবু জাফরের নামে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা এবং সাহাব উদ্দিনের নামে সীতাকুন্ড থানায় হত্যা মামলাসহ ৩ টি মামলা রয়েছে। আবু জাফর সীতাকুণ্ড পশ্চিম মুরাদপুর গ্রামের ও সাহাব উদ্দিন একই এলাকার বাসিন্দা।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর