চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’ শেষে আহত অবস্থায় গ্রেফতার হয়েছে ১৮ মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। সাইফুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও তিনটি গুলির খোসা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (বুধবার দিনগত) রাত দেড়টার দিকে নগরের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এশিয়ান ওমেন বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিন পুলিশ হলেন- বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও রবিউল হোসেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, লিংক রোড এলাকায় পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টা করেন সাইফুল। এ সময় পুলিশ তাকে ধরতে গেলে তিনি গুলি করেন। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে।
দিলীপ কুমার তালুকদার/এমকে