মন্তব্য
নিজেদের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো তিন নভোচারী নি হাইশেং, লিউ বোমিং ও তাং হংবোকে পাঠাল চীন। আগামী তিন মাস মহাকাশে অবস্থান করবেন তারা।
নভোযানটি পৃথিবী থেকে ২৩৬ মাইল দূরে অবস্থিত চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াংগং মহাকাশ কেন্দ্রের মূল অংশে গিয়ে ভিড়বে, যার নাম তিয়ানহে। ‘তিয়ানহে’ চীনের স্পেস স্টেশনের কোর মডিউলের নাম।
এর আগে স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশ থেকে 'শেনঝু-১২' নামের মহাকাশযানে করে রওনা দেন এই তিন নভোচারী।
এএফপি ও সিএনবিসি