তালেবান-সেনাবাহিনী সংঘর্ষে নিহত ২৩

১৮ জুন ২০২১

আফগানিস্তানের উত্তরের ফারিয়াব প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর বিশেষ ইউনিটের ২৩ সদস্য নিহত হয়েছে এবং ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। ‘দৌলত আবাদ’ জেলায় স্থানীয় সেনা এবং কমান্ডোরা ক্লিনিং অপারেশন শুরু করলে তালেবানের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের পর নিরপত্তা বাহিনী দৌলত আবাদ জেলা কেন্দ্র থেকে পিছু হটে ফারিয়াব প্রদেশের কারামকোল জেলায় অবস্থান নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলত আবাদ জেলা কেন্দ্র তালেবান দখল করে নেয়।

আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আনাদোলু ও এএনআই


মন্তব্য
জেলার খবর