মন্তব্য
মিয়ানমারের চিন প্রদেশের মুখ্যমন্ত্রী সালাই লিয়ান লুয়াই সামরিক অভিযান শুরু হওয়ার পর সীমান্ত অতিক্রম করে ভারতে যান বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছেন সু চির দল এনএলডির ২৩ নেতা। মিজোরামের মিয়ানমার সংলগ্ন জেলাগুলোসহ বিভিন্ন জেলায় আশ্রয় নিয়েছেন ২৪ জন সংসদ সদস্য।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ২৪৭ জন নাগরিক সীমান্ত অতিক্রম করে মিজোরামে চলে গেছেন বলেও জানিয়েছে তারা।
এনডিটিভি