গণতন্ত্রের মতো পরিবেশও ধ্বংস করেছে আ.লীগ

১৮ জুন ২০২১

ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ গণতন্ত্রের মতো পরিবেশও ধ্বংস করেছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,  তারা ক্ষমতায় আসার পর রাস্তার পাশে থাকা  বড় বড় সব গাছ  ধ্বংস করেছে। জেলা পরিষদের যত গাছ ছিল, সব নিজেরা ভাগাভাগি করে নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বেরাইদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ মন্তব্য করেন। এ কর্মসূচির আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি।

আওয়ামী লীগ দেশের মানুষকে চরম বিপদের মধ্যে ঠেলে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,  তারা বাংলাদেশে দুর্নীতির মহোৎসব শুরু করেছে, করোনা নিয়েও ব্যবসা করছে। মানুষের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করে দিয়েছে। পরিবেশ উন্নয়নের জন্য এ সরকারের বরাদ্দ খুব সামান্য। অথচ এ পরিবেশের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেক বেশি বরাদ্দ দিয়েছিলেন। সমস্ত উপকূলবর্তী এলাকায় গাছ লাগানোর জন্য লাখ লাখ টাকা বরাদ্দ করেছিলেন। তিনি বলেন,বিএনপি সারা দেশে বৃক্ষায়ন কর্মসূচি শুরু করেছে। এটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু। আরও  বক্তব্য দেন- বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-পরিবেশ ও বন সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক জি এম শামসুল হক, তুহিরুল ইসলাম তুহিন প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর