মন্তব্য
বাজারে এখন চালের দাম বাড়ার কোনো কারণ দেখছেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে কোনো সিন্ডিকেট চক্রের কারসাজিতে যেন চালের দাম না বাড়ে সে দিকটি দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রংপুর নগরীর নবদীগঞ্জে হিমাগার মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
বাজারে অন্যান্য দ্রব্যমূল্য প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল বাদে নিত্য প্রয়োজনীয় অন্য জিনিষপত্রের মূল্য অনেকটাই স্বাভাবিক রয়েছে। পৃথিবীর সব জায়গায় সয়াবিন তেলের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে আমাদের দেশেও, দাম বেড়েছে। তারপরেও যৌক্তিক মূল্যের বেশি যাতে সয়াবিনের দাম নেয়া না হয়, সে জন্য বিষয়টি ভোক্তা অধিকার কঠোরভাবে মনিটারিং করছে বলেও জানান তিনি।
এমকে