করোনাকালে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট মোটেই বাস্তবায়ন সম্ভব নয় বলেই মনে করছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। বলেছেন, এ বাজেট বাস্তবায়নের দক্ষতাও নেই। শুধু তাই নয়,বর্তমান সরকারের আগের ১২টি বাজেটের কোনোটিও বাস্তবায়িত হয়নি। জাতীয় সংসদে চলমান অধিবেশনে বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন।
হারুনুর রশীদ বলেন, প্রস্তাবিত এ বাজেট অত্যন্ত বৈদেশিক নির্ভর, ৫০ বছরের ইতিহাসে সবচাইতে বেশি ঘাটতির বাজেট। অপহরণ, গুম ও খুন প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে একজন আলেম নিখোঁজ হয়েছেন। আজকে তাকে ফিরিয়ে দিতে না পারলে এটা রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা হবে। শেয়ার বাজার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে উল্লেখ করে বিএনপির এ সংসদ সদস্য বলেন, সেখানে মাঝে একটু খুলছে, আবার চোখ বন্ধ করছে। চোখ খুলেই দেখে ‘দরবেশ বাবা’ চারদিকে ঘিরে আছে, তখন চোখ বন্ধ করে রাখে।
এমকে