সূচক বাড়লেও কমেছে লেনদেন

১৮ জুন ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচক বাড়লেও  কমেছে সিংহভাগ শেয়ারের দর। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২৬২ কোটি ৫২ লাখ টাকা।  লেনদেন হয় মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট।এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৩৭টির আর অপরিবর্তিত ছিল বাকি ২৮টির।

লেনদেন হয় এক হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা। এদিন  ২ লাখ ৬৯ হাজার ৭৪৫ বার হাতবদল হয় ৪৮ কোটি ৫১ লাখ ৯ হাজার ১৭৭টি শেয়ার। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতন ছিল লেনদেনে।

তিন সুচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫২ পয়েন্টে, ডিএসইএস  ২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯০ দশমিক ৯৩ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৭৯ পয়েন্ট  বেড়ে ২ হাজার ১৯৭ দশমিক শূন্য ছয় পয়েন্টে অবস্থান করে। টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লেনদেনের শীর্ষে থাকে। ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

এমকে

 


মন্তব্য
জেলার খবর