১২৩ দিন একসঙ্গে প্রতিক্ষণ!

১৯ জুন ২০২১

 একসঙ্গে টানা ১২৩ দিন প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত  কাটিয়ে দিলেন ইউক্রেনের এক প্রেমিক যুগল। এমনকি বাথরুমে যাওয়ার সময়ও কাছ ছাড়া হননি সঙ্গীর। ওই প্রেমিক যুগল নিজেদের হাত একটি হ্যান্ডকাফ দিয়ে আটকে নিয়েছিলেন!

খারকিভ শহরের ৩৩ বছর বয়সী অনলাইন গাড়ি বিক্রেতা আলেকজান্ডার সাশা কুডলি ও তার ২৯ বছর বয়সী প্রেমিকা ভিক্টোরিয়া ভিকা পুস্তোভিটোভা নিজেদের ঝগড়া মেটাতে ‘পরীক্ষামূলকভাবে’ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। এজন্য পরস্পরের হাত একটি হ্যান্ডকাফ দিয়ে জুড়ে নেন।

এরপর ওই প্রেমিক যুগল একসঙ্গে বাথরুমে গেছেন, কাঁচাবাজারে গেছেন, পেশায় বিউটিশিয়ান ভিক্টোরিয়া তার মেকআপ সেশন চালিয়ে গেছেন- তাদের দুজনের হাত হ্যান্ডকাফে আটকানোই ছিল। হ্যান্ডকাফ আটকানো থাকতে থাকতে তাদের হাতে ক্ষতের সৃষ্টিও হয়েছে। ১২৩ দিন পর ১৭ তারা হ্যান্ডকাফ খুলে ফেলেন। 


মন্তব্য
জেলার খবর