কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় তুরস্ক

১৯ জুন ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করার জন্য ১১ সেপ্টেম্বরের আগে তুরস্কের মিশন প্রতিষ্ঠা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়েছেন।

তিনি বলেন, নিজেদের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রেসিডেন্ট এরদোগান ইঙ্গিত করেন যে, এক্ষেত্রে সমর্থন প্রয়োজন হতে পারে। তখন প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দেন যে সমর্থন আসবে। মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির পর এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এরদোগান।

তিনি আরো বলেন, নেতাদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি প্রতিষ্ঠিত হয়েছে যে, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করবে তুরস্ক। আর সেটি কীভাবে কার্যকর করা যায় তা নিয়েই আমরা এখন কাজ করছি।

আনাদেলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর