মন্তব্য
সম্প্রতি একটি সাক্ষাত্কারে ভারতের দক্ষিণীর জনপ্রিয় তারকা প্রিয়মণি জানিয়েছেন, ‘শাহরুখকে এমনি এমনি বলিউডের বাদশা বলা হয় না। তিনি সুপারস্টার, কিন্তু ব্যবহারে কখনও তা বুঝতে দেন না।
শুটিংয়ের সময়ে তাঁর আশপাশে সবার খেয়াল রাখেন। ওর ব্যবহার, ওর ব্যক্তিত্ব- সব মিলিয়ে আপনি ওকে ভালো না বেসে পারবেন না।’
তিনি আরো জানান, চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিংয়ের ফাঁকে শাহরুখের আইপ্যাডে আমরা কৌন বানেগা ক্রোড়পতি খেলতাম। তখনই তিনি আমায় ৩০০ টাকা দেন। আজও সেই টাকা আমি খরচ করিনি।
এইসময়