ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ ২০২২। নভেম্বর উঠবে পর্দা। ভূমধ্যসাগরের উপসাগরীয় দেশটি এবারের আয়োজক। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও সারাবিশ্বের দর্শককে স্বাগত জানাবে দেশটি। তবে করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলবে। যারা খেলা দেখতে বা দেখতে আসবে তাদেরও যেতে হবে কঠোর বিধি-নিষেধের মধ্যেদিয়ে। উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার সরকার।
বিশ্ববাসীকে একটি ঐতিহাসিক আনন্দ মুখর বিশ্বকাপ উপহার দিতে পুরোপুরি প্রস্তুত প্রাকৃতিক খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ কাতার। ইতোমধ্যে বিশ্বকাপের প্রথম দাপ টিকেট বিক্রির আবেদন গ্রহণ শুরু করেছে ফিফা। এতে করে কাতারে ও বহির্বিশ্বে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেডিয়ামগুলোয় ফুঠে উঠেছে নান্দনিকতার ছাপ, শৈল্পিক কারুকাজে সজ্জিত স্টেডিয়ামগুলো।
বিশ্বকাপের উদ্বোধন ঘিরে দিন যত ঘনিয়ে আসছে দেশটির মধ্যে বসবাসরত অভিবাসী ও কাতারি নাগরিকদের মাঝে উৎসবের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।
আরআই