ক্ষমতা পেলে রক্তের বন্যা বইয়ে দেবে বিএনপি

১৯ জুন ২০২১

বিএনপিকে প্রতিশোধপ্রবণ দল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, লাশের পাহাড় হবে। শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা করেন।

বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপি’র হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা দেশের গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর। তাদের হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর