ভারী বর্ষণ হতে পারে

১৯ জুন ২০২১

দেশে চলমান হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের মধ্যেই ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।শনিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এ বর্ষণ হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রসঙ্গত, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে ভারী এবং ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বর্ষণ বলা হয়। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ১২৫ মিলিমিটার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর