দেশে ফেসবুকে রক্তদাতা ১ কোটি 

১৯ জুন ২০২১

রক্ত দেয়া অন্যতম একটি মহৎ কাজ। রক্ত দেয়ার মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব। রক্তগ্রহিতা রক্ত গ্রহণের
মাধ্যমে যেমন বিপদমুক্ত হতে পারে তেমনি রক্তদাতাও পান পরম মানসিক শান্তি। তাছাড়া শারিরিক উপকারও তো রয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ব্লাডম্যান যৌথভাবে ২০১৮ সালে ব্লাড ডোনেশন ফিচার চালু করে। এর লক্ষ্য হলো ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে রক্তের স্বল্পতা ও নিরাপদ রক্ত দান
সম্পর্কে জানানো। ইতোমধ্যে ব্লাডদানের এই মিশনে এক কোটি ১০ লাখের বেশি বাংলাদেশি সাইন আপ করেছেন বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসির সাবহানাজ রশিদ দিয়া বলেন, ‘অনলাইন কমিউনিটি
গড়ে তোলার মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে আমরা কাজ করছি। কোভিড পরিস্থিতিতে
ব্লাডম্যান ও দেশের বিভিন্ন স্থানের ব্লাড ব্যাংকের সঙ্গে মিলে রক্তের সুরক্ষিত সরবারহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ফেসবুক।’
এদিকে, ফেসবুক সূত্রে জানা গেছে, এই ফিচারটি চালু হয় ২০১৭ সালে। এর মধ্যেই বিশ্বব্যাপী ১০
কোটিরও বেশি মানুষ রক্তদাতা হিসেবে সাইন আপ করেছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে
জরুরিভিত্তিতে রক্তের স্বল্পতা মেটাতে গত বছরে ফেসবুক এই ফিচার নতুনভাবে ২৬টির বেশি দেশে চালু
করেছে। 


মন্তব্য
জেলার খবর