টঙ্গী হয়ে ঢাকা-চন্দ্রা চৌরাস্তার দুরত্ব ১২ কিলোমিটার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ পথ পাড়ি দিতে বিভিন্ন যানবাহনের সময় লাগছে ৮/৯ ঘণ্টা। শুধু তাই নয়, গোটা মহাসড়কটিতে একঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে ৩/৪ ঘণ্টা। এতে কয়েক দিন ধরেই এ পথের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে, বিশেষত নারী, প্রবীণ ও শিশুরা। বিআরটিএ’র প্রকল্পের চলমান কাজ , ভাঙা সড়ক ও কয়েক দিনের টানা প্রবল বর্ষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোগান্তির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও কাজে ধীর গতিকে দুষছেন সড়ক ও মহাসড়কের সচিব।
সড়ক ও মহাসড়কের সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের আগেই এ সমস্যার সমাধান হবে। ৩-৪ দিন, সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সড়কটি মেরামত করা হবে। অন্যদিকে গাজীপুরের মেয়র জানিয়েছেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প সড়কের কথাও ভাবা হচ্ছে।
ট্রাফিক পুলিশ কর্মকর্তারা বলছেন, অতি বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে যানবাহনের চাপ বেড়েছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও মহাসড়কের সচিব আরো জানান, কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় খঁড়তে হয়েছে, পিলার বসাতে হয়েছে। কিন্তু গর্তগুলো ঠিক সময়ে ভরাট করা হয়নি, তাছাড়া এসব গর্তের মাধ্যমে বাড়তি গর্তও সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এমকে