পৃথিবীর চেয়ে প্রায় ৩ গুণ বড় নতুন একটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহটির নাম দেয়া হয়েছে TOI-1231 b। পৃথিবী থেকে ৯০ আলোকবর্ষ দূরে অবস্থান এই গ্রহটির।
নতুন আবিষ্কৃত এ গৃহটিতে পানি থাকতে পারে বলে আশা করছে নাসা। তারা জানিয়েছে, একটি লাল নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে এটি। তবে সেটি সূর্যের চেয়ে ছোট আর অনেক বেশি পুরনো। TOI-1231 b গ্রহটি ২৪ দিনে তার 'সূর্য'-কে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ মাত্র ২৪ দিনেই বছর। ফলে সেটি যে তার নক্ষত্রের বেশ কাছাকাছিই প্রদক্ষিণ করে তা বলাই যায়। সেক্ষেত্রে তো নক্ষত্রের প্রচণ্ড উত্তাপে গ্রহটি ভীষণ উত্তপ্ত হওয়ার কথা? এমনটা কিন্তু নয়। এর কারণ অবশ্যই নক্ষত্রের ক্ষুদ্র আকৃতি। ফলে, বেশ ঠান্ডার দিকেই রয়েছে TOI-1231 b। এর সঙ্গে আমাদের সৌর জগতের নেপচুন গ্রহের বেশ মিল রয়েছে।