বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা ও বাসের ১৫ যাত্রী। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুর্ঘটনায় পতিত আহসান এন্টারপ্রাইজ নামের বাসটি যাচ্ছিল রংপুরের দিকে, সিএনজিচালিত অটোরিকশাটি আসছিল বগুড়ার দিকে। ঘটনাস্থলেই তিন অটোরিকশার যাত্রী নিহত হন। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি উল্টে যায়। স্থানীয়রা জানান, শিশুটিকে নিয়ে তার মা অটোরিকশায় চড়ে বগুড়া শহরে ডাক্তরের কাছে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিশুটির নানী, তিনিও মারা যান। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে