প্রিময়ার লিগে টাইগররা যে যেমন করলেন

১৯ জুন ২০২১

এক দিনের ক্রিকেটে যথেষ্ট উন্নতি করলেও টি-টোয়েন্টি ও টেস্ট ফরমেটে এখনও পিছিয়ে আছে
বাংলাদেশ। এদিকে আসন্ন বিশ্বকাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। কিন্তু এই ফরমেটে যথেষ্ট উন্নতি যেন
অধরাই রয়ে গেল টাইগারদের। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সেই রূপই যেন প্রকট হয়ে ফুটে উঠেছে। 

এই ফরমেটে যেখানে দ্রুত রান তোলা প্রয়োজন সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের রান তোলার গতি
মন্থর। ১১ ম্যাচে তামিম ইকবাল করেছেন ৩০৬ রান, যেখানে স্ট্রাইক রেট ১১৩। নাঈম করেছেন ৩০৭
রান। তার রান রেট ১২১। 

জাতীয় দলের অন্যদের অবস্থাও খুব যে ভালো তা নয়। ১১৩ স্ট্রাইক রেটে সৌম্য সরকার করেছেন ২৩৫
রান, ১৩০ স্ট্রাইক রেটে নাজমুল হোসেন করেছেন ২৩০ রান। ১০৭ স্ট্রাইক রেটে সাইফ হাসান করেছেন
২৪৬ রান। ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলতে পারেননি লিটন দাস। সাকিব আল হাসান বোলিংয়ে
কিছুটা ভালো করলেও ব্যাটিং চোখে পড়ার মতো নয়। ৮ ম্যাচে ১০৯ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ১২০
রান।
মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা আশার আলো দেখিয়েছেন। ১২৬ স্ট্রাইক রেটে ১০ ইনিংসে মুশফিকুর
রহিম করেছেন ১৯৮ রান। ১১৪ স্ট্রাইক রেটে মাহমুদউল্লাহ করেছেন ১৭৯ রান।


মন্তব্য
জেলার খবর