ভাতা ফিরিয়ে দিতে চান ক্যাথেরিনা

২০ জুন ২০২১

নেদারল্যান্ডের রাজকুমারি ১৭ বছর বয়সী ক্যাথেরিনা আমালিয়া জানিয়েছেন, রানির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিবেন না তিনি। বছরে ১৪ লাখ পাউন্ড করে ভাতা পান তিনি। এই বিপুল পরিমাণ অর্থ ফেরত দিতে চান। 

সম্প্রতি মাধ্যমিকের গন্ডি পার করা ক্যাথেরিনা অনার্সে পড়া শুরু করার আগে এক বছরের বিরতি নেবেন। ছাত্রী হিসেবে প্রতিবছর পাওয়া দুই লাখ ৫৭ হাজার ১৫০ ডলারও তিনি ফিরিয়ে দিবেন।

মিরর

 


মন্তব্য
জেলার খবর