মন্তব্য
সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন জানান, মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রথম শুনি, আমি সেক্সি! সেই শুরু। অত ছোট বয়স থেকে যৌনতার এই তকমা বহন করে চলতে হয়েছে আমায়। এই কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠতাম।
অভিনয় দুনিয়ায় পা রাখলে সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। রিয়া বলেন, অনেকেই বলতেন, রিয়া বাজে অভিনেত্রী। কেবল যৌন আবেদনময়ী। আমাকে প্রায় সব ছবিতেই ওই ভাবে দেখানো হয়েছিল। অভিনেত্রী আজ যখন তার অভিনীত ছবি দেখেন, নিজেই লজ্জায় কুঁকড়ে যান।
রিয়ার দাবি, সবাই মনে করতেন পর্দার আর বাস্তবের রিয়া এক। তিনি আর যৌনতা অভিন্ন। কিছুতেই কাউকে বোঝাতে পারতেন না, আদতে তিনি শরীরসর্বস্ব নন। ভাবমূর্তি বদলাতে বলিউড থেকে, অভিনয় থেকে এক সময় নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন তিনি।