ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রায়িসি বিশাল ব্যবধানে বিজয় লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহসেন রেজায়ীর চেয়ে এক কোটি ৫৫ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭। ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই কোটি ৮৯ লাখ তিন হাজার ৩০৪ জন। এর মধ্যে ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ী পেয়েছেন ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট। অপর দুই প্রার্থী আব্দুন নাসের হেম্মাতি ২৪ লাখ ২৭ হাজার ২০১ এবং সাইয়্যেদ আমির হোসেইন কাজিজাদেহ পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।
নির্বাচনে ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রায়িসি পেয়েছেন প্রদত্ত ভোটের ৬১ দশমিক ৯ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ী পেয়েছেন ১১ দশমিক ৭ শতাংশ। আব্দুন নাসের হেম্মাতি পেয়েছেন ৮ দশমিক ৩ শতাংশ এবং কাজিজাদেহ হাশেমি পেয়েছেন ৩ দশমিক ৪ শতাংশ ভোট।
৬০ বছর বয়সী রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রেস টিভি, বিবিসি ও পার্স টুডে