সিরিয়ার ওয়াইপিজি/পিকেকে নামে কুর্দি সশস্ত্র সংগঠনকে সমর্থন না দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরামর্শ দিয়েছেন সাবেক জেনারেল ও ইউরোপের মার্কিন বাহিনীর কমান্ডার বেন হগস। তিনি বলেন, এতে সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক যুক্তরাষ্ট্রের ওপর রুষ্ট হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।
হার্ডসন ইনস্টিটিউটের একটি অনলাইন আলোচনাসভায় গত বৃহস্পতিবার তিনি বাইডেনকে এ পরামর্শ দেন। তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে দ্রুত কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন করতে হবে যুক্তরাষ্ট্রের। এ জন্য আগামী তিন মাসের মধ্যে বাইডেনের আঙ্কারা সফর করা উচিত।
বেন হগস বলেন, কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তুরস্ক। কারণ, প্রায়ই কুর্দিরা প্রতিবেশী তুরস্কে গিয়ে নাশকতা চালাচ্ছে। অনেক সময় প্রাণঘাতী হামলাও চালাচ্ছে। এ জন্য সিরিয়ার কুর্দি যুদ্ধাদের সঙ্গে সখ্যতা করলে তুরস্কের সমর্থন হারাবে যুক্তরাষ্ট্র।
আরআই