ছেলের জন্য একটা হুইল চেয়ার চান শিল্পী

২০ জুন ২০২১

দীপক সরকার, বগুড়া

১৩ বছরের প্রতিবন্ধী সাঈম হোসেনকে নিজের গর্ভে ধারণ করেননি শিল্পী খাতুন। তারপরও মায়ের অকৃত্রিম আদরে ১০ বছর ধরে লালন-পালন করছেন তাকে। দিন এনে দিন খাওয়া স্বামীর আয়ে চলে শিল্পীর সংসার। তারপরও একটু ভালো রাখার আপ্রাণ চেষ্টা করেন তার সতীনের ছেলে সাঈম হোসেনকে। কিন্তু চলাফেরা করতে না পারায় আর বয়সের সঙ্গে সাঈমের ওজন বেড়ে যাওয়ায় এখন তাকে কোলে নিয়ে এদিক-সেদিক যাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয় শিল্পী খাতুনকে। তাই ছেলের চলাফেরার জন্য একটা হুইল চেয়ার তার খুবই প্রয়োজন। কিন্তু অভাবের সংসারে এ চাহিদা মেটানো তার কাছে বিলাসিতার অন্য নাম।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী গ্রামের শাহাদত হোসেনের ঘরে জন্ম নেয় প্রতিবন্ধী সাঈম হোসেন। জন্ম নেয়ার তিন বছর পরেই তার মা শেফালী আরেকটি সন্তান জন্ম দেয়াার সময় মারা যায়। এরপর শাহাদাত হোসেন বিয়ে করেন শিল্পী খাতুনকে। মাতৃত্ববোধ থেকে সাঈমকে লালন-পালন করতে গিয়ে নিজের বাবার বাড়িতে যাওয়াই বাদ দিয়েছেন শিল্পী খাতুন।

শিল্পী খাতুন জানান, সাঈমের শরীর অচল হওয়ায় তাকে বেশিরভাগ সময় বিছানা অথবা দোলনাতে শুইয়ে রাখা হয়। এ কারণে তার শরীরের পাশাপাশি মনের বিকাশও বৃদ্ধি পাচ্ছে না। তাই কোন সহৃয় ব্যাক্তি বা প্রশাসনের কেউ যদি একটি হুইল চেয়ার দান করতো, তাহলে আমার প্রতিবন্ধী ছেলেকে একটু বাহিরে নিয়ে যেতে পারতাম।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর