বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলোতে মাধ্যমিক পাশেও আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই।
যে পদগুলোর জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে:
নির্বাহী প্রকৌশলী: এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
অফিস সহায়ক: এপদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে থেকে মাধ্যমিক পাশ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
হোস্টেল বেয়ারা: এ পদে আবেদনের জন্য যে কোনো প্রতিষ্ঠান কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন করার জন্য প্রার্থীকে নিজ হাতে লিখে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোন পদে আবেদন করছেন, তা খামের ওপরে উল্লেখ করতে হবে। নির্বাহী পোকৌশলীর পদের জন্য ২০০ টাকা এবং বাকী দুই পদের জন্য ১০০ টাকা করে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।