৪৩তম বিসিএস নিয়ে শঙ্কা

২১ জুন ২০২১

করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন। কবে নাগাদ মানুষ স্বাভাবিক জীবনে
ফিরতে পারবে তা কেউ বলতে পারে না। দিন যত গড়াচ্ছে করোনার প্রকোপ যেন ততই বেড়ে চলেছে।
বিসিএসের নিয়োগ প্রক্রিয়াও যেন থেমে রয়েছে।

প্রতিষ্ঠানটির হাতে বর্তমানে রয়েছে ৩৮ (নন-ক্যাডার নিয়োগ), ৪০, ৪১, ৪২ তম বিসিএস। এ সবের মধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষা নেয়া নিয়ে শঙ্কা দ্বিধায় পড়েছে। করোনা পরিস্থিতি ভালো হলে ৪৩তম তবেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

এ বিষয়ে, পিএসসির চেয়ারম্যান মো: সোহরাব হোসাইন জানান, ‘আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। করোনার কারণে আমাদের হাতে বেশ কিছু বিসিএসের কার্যক্রম জমা পড়েছে। ৪৩তম বিসিএস নিয়ে আমাদের ভাবনা আছে। দিন দিন অনেক মানুষ করোনার টিকার আওতায় আসছে। অবস্থার উন্নতি হলেই আমরা বিলম্ব না করে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করতে পারব।


মন্তব্য
জেলার খবর