রাকিব আমার একজন বন্ধু মাত্র : মাহি

২১ জুন ২০২১

চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেই গুঞ্জনের শুরু ১১ জুন রাতে। গুঞ্জনকে ভুয়া বলে দাবি করেছেন মাহি।

ঢাকাই সিনেমার অগ্নি’কন্যা বলেন, ‘এই খবরটি একদমই সত্য নয়। রাকিব আমার একজন বন্ধু মাত্র। গোপনে লুকিয়েই যদি বিয়ে করবো তাহলে তার সঙ্গে আমার ছবি বা ভিডিও ফেসবুকে কি করে আসতো। সে ও আমি আরও অনেকে মিলে একটি সার্কেল তৈরি করে নিয়েছি আড্ডার জন্য। এর বেশি কিছু নয়।’

কোনো তথ্য নিশ্চিত না হয়ে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের খবর ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করেছেন মাহি।


মন্তব্য
জেলার খবর