বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ

০৫ ফেব্রুয়ারী ২০২২

দেশে তিন দিন হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে, কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বৃষ্টি হতে পারে। এরপর  মেঘ কেটে যাবে। আর আকাশ পরিষ্কার হলেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শৈত্যপ্রবাহ হতে পারে উত্তর ও পশ্চিমের অঞ্চলে। তাছাড়া ২-৩ দিন শীতের তীব্রতা বাড়তে পারে। এমন আভাস দিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদফতর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং এর আশেপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় ও  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণেই এ কয়েকদিন বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা আছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর