মন্তব্য
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমি আমাদের সকল বাবাকে অভিনন্দন জানাই, যারা জীবনভর পরিবারকে সমর্থন দিয়ে গেছেন।
বাবারা তাদের যৌবন, সঞ্চয়সহ সর্বস্ব সন্তানদের ভবিষ্যত গড়ায় বিনিয়োগ করেন।
বিশ্ব বাবা দিবসে এরদোগান আরও বলেন, আমি সকল বাবা এবং অগ্রজদের স্মরণ করি, বিশেষ করে আমাদের শহীদদের; যারা চিরতরে চলে গেছেন।