মেগা প্রকল্পে গণলুট চলছে: মির্জা ফখরুল

২১ জুন ২০২১

দেশে মেগা প্রকল্পে এখন গণলুট চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট  ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে। এভাবে মেগা প্রজেক্টটাকে টাকা বানানোর প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশের সার্বিক অবস্থা তুলে ধরার সময় এ দাবি করেন।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে জিয়া পরিষদ।

দেশে গণতন্ত্র না থাকায় জবাবদিহিটা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। স্বাস্থ্য খাত  ও টিকার সঙ্গে জড়িত সবাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। রাজধানীতে মা-বাবা ও বোনের হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, খবরের কাগজ খুললেই ভয়াবহ সব হত্যার ঘটনা দেখা যায়।এগুলো হচ্ছে একটা আর্থসামাজিক অবস্থার প্রতিচ্ছবি। এর কারণ হচ্ছে- আজকে দেশে গণতন্ত্র নেই।

কৃষক আজকে কঠিন সমস্যায় জর্জড়িত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা উৎপাদন করছে। কিন্তু তাদের পণ্য বাজারজাতকরণের কোনো ব্যবস্থা হচ্ছে না। বিএনপিই এ অবস্থা বদলাতে পারে।

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাই শিকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর