দরের সঙ্গে কমেছে লেনদেন, উত্থান সূচকের

২১ জুন ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সিংহভাগ শেয়ার দরের সঙ্গে আগে দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ, কিছুটা বেড়েছে সূচক। লেনদেন হয় মোট ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির,কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৮টির।

এদিন লেনদেন হয় এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ১১ কোটি ৯১ লাখ টাকা। দুই লাখ ৪৭ হাজার ৩৮৫ বার হাতবদল হয় ৪৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০১টি শেয়ার । শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান ছিল লেনদেনে। তিন সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৯ পয়েন্টে, ডিএসইএস ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৬ দশমিক ৫৯ পয়েন্টে ও ১০ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে ডিএস৩০। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

এমকে

 


মন্তব্য
জেলার খবর