পকেট কমিটি করা যাবে না

২১ জুন ২০২১

আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজের অবস্থান শক্ত করার জন্য পকেট কমিটি করা যাবে না। প্রয়োজনে ঘরোয়াভাবে সম্মলনের মাধ্যমে কমিটি দিতে হবে। কর্মীরা কোণঠাসা হয়ে গেলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যাবে।

রোববার ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব নির্দেশনা দেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর বেশি দেরি নেই, দুই বছর আছে। তাই দলকে দ্বন্দ্ব-কোন্দল মুক্ত করে দলের মধ্যে দৃঢ়তা ও ঐক্য ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

কমিটি গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন- ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে সম্মেলন করে নতুন কমিটি দিতে হবে। এরপর জেলা সম্মেলন করতে হবে। চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক, মাদক ব্যবসায়ীদের দলে ও কমিটিতে নেয়া যাবে না। দলের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদ মির্জা আজম প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর