নিজস্ব আয়ে চলতে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়াতে হবে

২১ জুন ২০২১

নিজস্ব আয়েই যেন স্থানীয় সরকার চলতে পারে, সেদিকে এগিয়ে যেতে ও সে জন্য সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার করোনাকালে স্থানীয় সরকারের ভূমিকা ও বাজেট ২০২১-২২ শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে কীভাবে সম্পদ আহরণ করা সম্ভব তা নিয়ে আরো গবেষণা করা দরকার। স্থানীয় সরকার কমিশনের করণীয় সংক্রান্ত প্রস্তাবনা দিলে বিবেচনা করবে মন্ত্রণালয়। স্থানীয় সরকারসহ সব স্তরে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে।

নাগরিক সংগঠন ও নেটওয়ার্ক ‘গভার্নেন্স এডভোকেসি ফোরাম’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য দেন- আরমা দত্ত এমপি, অধ্যাপক ড. আসিফ শাহান, ড. মাহফুজ কবীর, উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া আলম প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর