পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীতে অয়ন দাস (২১) নামে এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাতের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স কোয়ার্টারের দোতলায় নিজেদের বাসায় আত্মহত্যা করেন তিনি।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, পরিবার জানিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। অয়ন দাস শুকদেব কুমার দাসের ছেলে। তার মা অঞ্জনা রানী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। সে সুবাদে এ কোয়ার্টারে থাকতেন তিনি।
অঞ্জনা রানী বলেন, সারাদিন বাসায় শুয়ে ছিল অয়ন। বিকালে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর বাসায় ফিরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে রুমে ঢুকে দেখি- ফ্যানে ঝুলছে অয়ন।
সুনান বিন মাহাবুব/এমকে