মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হাটহাজারীতে হেফাজতের ব্যাপক তাণ্ডব ও সহিংসতার ঘটনায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলাম। নাসির উদ্দিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সহকারি সম্পাদক পদেও আছেন।
দিলীপ কুমার তালুকদার/এমকে