মিয়ানমারের বিরুদ্ধে ইইউ এর নিষেধাজ্ঞা

২২ জুন ২০২১

 মিয়ানমারের আট ব্যক্তি, তিন অর্থনৈতিক সংস্থা ও দেশটির যুদ্ধ ভেটেরান্স অর্গানাইজেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান কাউন্সিল।

তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করা হয়েছে।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা হলেন মন্ত্রী ও উপমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, যারা গণতন্ত্র এবং আইনের শাসনকে ক্ষুণ্ন করার জন্য এবং দেশে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

বাকি চারটি সংস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন বা মিয়ানমার সশস্ত্র বাহিনী (তাতমাডাও) দ্বারা নিয়ন্ত্রিত। তারা সামরিক বাহিনীর আয় বা কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখছে।

ইইউ


মন্তব্য