মন্তব্য
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছেন, এই সপ্তাহে করা কিম জং উনের মন্তব্যকে আমরা আগ্রহোদ্দীপক সংকেত হিসেবে বিবেচনা করছি। এর মাধ্যমে পরমাণু নিরস্ত্রীকরণের পথে আমরা এগিয়ে যেতে পারি। এমনকি আমরা সরাসরি যোগাযোগ করতে পারি কি-না তার জন্য অপেক্ষা করছি।
তিনি আরো বলেন, কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন যা বলেছেন তার মূল কথা হলো, পরমাণু চুক্তির বিষয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
গত শুক্রবার কিম জং উন জানান, চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই তার। তবে শুধু আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতেও প্রস্তুত তিনি। 'আলোচনা এবং মোকাবেলার' জন্য তার সরকারকে নির্দেশও দেন তিনি।
এনডিটিভি