বাবা দিবস তিক্ত হতে পারে, যদি বাবা না থাকে : নুহাশ

২২ জুন ২০২১

বাবা দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে শিশুকালের ছবি ফেসবুকে শেয়ার করেছেন তার বড় ছেলে নুহাশ আহমেদ।

ছবিতে দেখা যায়, কয়েক মাস বয়সি শিশু নুহাশকে কাঁধে করে রোদ পোহাচ্ছেন হুমায়ূন আহমেদ। ছবির নিচে ক্যাপশনে  নুহাশ লিখেছেন— ‘আমার বাবা আমাকে রোদে ভিটামিন ডি’র ডোজ দিচ্ছেন।’ 

নুহাশ লেখেন— ‘বাবা দিবস তোমার কাছে তিক্ত হতে পারে, যদি তোমার বাবা না থাকে। কিন্তু একজন অসাধারণ মা থাকলে সেই অভাবটা পূরণ হয়ে যায়।’


মন্তব্য
জেলার খবর