মন্তব্য
সুইডেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের সাংসদের অনাস্থা ভোটে দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন ক্ষমতাচ্যুত হয়েছেন।
২১ জুন পার্লামেন্টের ৩৪৯ সদস্যের মধ্যে ১৮১ জন তার বিপক্ষে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন।
এখন এক সপ্তাহের মধ্যে হয় পদত্যাগ করতে হবে অথবা আগাম নির্বাচন দিতে হবে ক্ষমতাচ্যুত এ সোশ্যাল ডেমোক্র্যাট নেতাকে।
বিবিসি