করোনায় একদিনে মৃত্যু ৩৬, শনাক্ত ৮ হাজারের বেশি

০৫ ফেব্রুয়ারী ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৬ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় আট হাজার ৩৫৯ জনের এ রোগ শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ১৭ জন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ৭৬৬টি, পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৭৪টি। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩।

 অধিদফতরটি আরও জানায়, এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫৬০ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি।  শনাক্তের হার ১৪ দশমিক ৬১।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর