সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে বিএনপি তাদের আমলের ব্যর্থতা ঢাকতে মেগা প্রকল্প নিয়ে পরিকল্পিত মিথ্যাচার করেছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মেগা প্রকল্প প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এ মন্তব্য করেন।সচিবালয়ে নিজ দফতরে প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। রোববার বিএনপি মহাসচিব বলেছিলেন, মেগা প্রকল্পকে সরকার টাকা বানানোর প্রজেক্ট হিসাবে নিয়েছে।
ওবায়দুল কাদের, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়। অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করা তাদের লক্ষ্য। হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে যারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক- যোগ করেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, স্পেসিফিক প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হয়েছে?
এমকে