৪০ মাসে সর্বোচ্চ অবস্থানে প্রধান সূচক

২২ জুন ২০২১

৪০ মাসের মধ্যে সোমবার সর্বোচ্চ অবস্থানে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘র প্রধান সূচক ডিএসইএক্স।আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ছয় হাজার ১২৫ পয়েন্টে।এর আগে ২০১৮ সালের ৩০ জানুয়ারিতে ছয় হাজার ১২৭ পয়েন্টে অবস্থান নেয় ডিএসইএক্স।

শুধু প্রধান সূচকেই নয়, রেকর্ড অবস্থানে উঠে আসে বাজার মূলধনও। পাশাপাশি বেড়েছে সিংহভাগ শেয়ারের দর।বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ৮৭ কোটি ২১ লাখ টাকায়।লেনদেন হয় মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট । এর মধ্যে দর বেড়েছে ২২৪টির,কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২৯টির।

 লেনদেন হয় দুই হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ২০৮ কোটি ২২ লাখ টাকা। দুই লাখ ৯১ হাজার ৭২৬ বার হাতবদল হয় ৬৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৮৫০টি শেয়ার। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান ছিল লেনদেনে।

তিন সূচকের মধ্যে  বাকি দুই সূচক ডিএসইএস ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৫ দশমিক ৫৭ পয়েন্টে ও ১৩ দশমিক ৫৯ পয়েন্ট  বেড়ে ২ হাজার ২২০ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান নেয় ডিএস৩০। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমকে

 


মন্তব্য
জেলার খবর