কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সেই সঙ্গে দেশে অবৈধভাবে গবাদি পশুর প্রবেশ ঠেকাতে এবং কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যেন অব্যবস্থাপনা তৈরি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে নির্দেশনা দিয়েছেন। সোমবার চামড়া খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্সের তৃতীয় সভায় সংশ্লিষ্টদেরকে এ নির্দেশনা দেন। সভায় শিল্পমন্ত্রীই সভাপতিত্ব করেন।
শিল্পমন্ত্রী জানান, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত আছে। কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে।কোনো গবাদি পশু আমদানি করতে হবে না। চলমান করোনা পরিস্থিতিতে কোরবানির চামড়া ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণে করোনার স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করতে হবে।
সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে