পরীক্ষামূলকভাবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়েছে।সোমবার রাজধানীর তিনটি হাসপাতালে এ টিকা দেয়া শুরু হয়। টিকা প্রয়োগের পরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য টিকাগ্রহীতা প্রত্যেককে ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুরুর দিনে তিন হাসপাতলের প্রতিটিতে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেয়া হয়। হাসপাতাল তিনটি হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
এর আগে প্রথমটিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, দ্বিতীয়টিতে হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ এবং তৃতীয়টিতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রসঙ্গত, গত ৩১ মে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আসে বাংলাদেশে।
এমকে