রাত ৮টার পর নগরে দোকানপাট বন্ধ, ফটিকছড়িতে লকডাউন

২২ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

করোনা সংক্রমণ বেড়ে যওয়ায় আগামীকাল বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত চট্টগ্রাম নগরীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে চট্টগাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলায় ৮ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সময়সীমা নির্ধারণসহ দোকানপাট বন্ধ রাখার ও লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে, মুদি দোকান ও কাঁচাবাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়া যাবে। বিষয়টি নজরদারির পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, জরুরি ওষুধের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে, সবসময় খোলা থাকবে। হোটেল রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার খোলা রাখা যাবে না। লকাডাউনকালে ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে। সভায় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া প্রমুখ।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর