আত্মহত্যা করছে মার্কিন সেনারা

২৩ জুন ২০২১

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যুদ্ধের কারণে যত সেনা মারা গেছে, তার চেয়ে ৪ দশমিক ২৮ ভাগ বেশি সেনা মারা গেছে আত্মহত্যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ শিরোনামে এক গবেষণা রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রায় ৩০ হাজার ১৭৭ জন মার্কিন নিয়মিত এবং যুদ্ধ-ফেরত সেনা আত্মহত্যা করেছে যেখানে যুদ্ধের কারণে মারা গেছে ৭ হাজার ৫৭ জন সেনা।

কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা করেছেন ৫ হাজার ১১৬ জন সেনা। আর ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে ন্যাশনাল গার্ডের ১ হাজার ১৯৩ জন রিজার্ভ সেনা আত্মহত্যা করেছেন।

এনবিসি নিউজ


মন্তব্য
জেলার খবর