করোনা: ২৪ ঘণ্টায় ৭৬ প্রাণহানি

২৩ জুন ২০২১

দেশে করোনায় সংক্রমিত ৭৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৮৪৬ জনের।পাশাপাশি এ রোগ থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৩ জন। মঙ্গলবার  স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত আট লাখ ৬১ হাজার ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭০২ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। শনাক্তের হার ১৩ দশমিক ৫০।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৩৩৮টি,পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২৮টি। শনাক্তের হার ১৯ দশমিক ৩৬। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী ৩৪ জন। বিভাগ অনুযায়ী ঢাকা আর রাজশাহীতে ১৪ জন করে, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ২৭ জন, বরিশালে দুইজন, সিলেটে  তিনজন ও রংপুর ছয়জন; ৬২ জন সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাড়িতে  চারজন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর