লবিস্ট নিয়োগের অর্থদাতারা আইনের আওতায় আসছে শিগগিরই

০৫ ফেব্রুয়ারী ২০২২

লবিষ্ট নিয়োগের অর্থ কিভাবে দেশ থেকে বিদেশে পাঠানো হয়েছে, এখন সেটা খুঁজছে সরকার। যারা এ টাকা পাঠিয়েছেন, তাদের খুব শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে। কারণ, তারা এ ষড়যন্ত্রের একটি অংশীদার বলে মনে করছে সরকার । শনিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লবিষ্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংসদে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন, কত টাকা দিয়েছেন; সবগুলোই ব্যাখ্যা দিয়েছেন।

এ সময় গুম নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সরকারের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সম্পৃক্ত না।  কোনও গুম বা আত্মগোপনের ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। অনেক সময় আত্মগোপনে থাকার বিষয়টি ‘গুম’ বলে চালিয়ে দেওয়া হয়। এখনও যারা নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর