আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২৩ জুন ২০২১

আজ ২৩ জুন,মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।  ১৯৪৯ সালের এদিনে ঢাকার কেএম দাস লেনের ‘রোজ গার্ডেনে’দলটির আত্মপ্রকাশ ঘটে।রকম রকম কর্মসূচির মধ্য ‍দিয়ে প্রতিবছর পালন করলেও এবার করোনার কারণে    সংক্ষিপ্তভাবে দিবসটি পালন করছে দলটি। দিবসটি পালনে প্রতিপালন করা হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি। সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটির কর্মসূচির কথা আগেই জানিয়েছে আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের শুরুতে (সূর্যোদয়ের সময়) কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,বিকাল ৪ টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা (ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা)। এর বাইরর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল।এতে  নেতৃত্ব দিবেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান।

এদিকে করোনার স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দলীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন  রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে পাকিস্তানের প্রথম বিরোধী দল  হিসেবে আত্মপ্রকাশের সময় দলটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। পরবর্তীতে ‘মুসলিম’ শব্দটি নিয়ে দলের অভ্যন্তরে আপত্তি ওঠায় ১৯৫৫ সালের কাউন্সিলে  নাম পরিবর্তন করে রাখা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। মুক্তিযুদ্ধের সময়ে পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে। স্বাধীনতা ঘোষণা করার পর থেকেই প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। নির্বাচনি প্রতীক নৌকা হয় ১৯৭০ সালের নির্বাচন থেকে।

প্রতিষ্ঠাকাল থেকে দলটি ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সমাজ নির্মাণের লড়াই-সংগ্রাম করে আসছে। দলটির প্রথম কমিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর